
কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে এক যুবককে আটকে রেখে বিদেশি কুকুর দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতাররা হলেন মো. শান্ত ইসলাম (২৮), মো. আল আমিন লিপু (৩৬) ও মো. সজিব হাওলাদার (২৬)।
র্যাব জানায়, ১৯ সেপ্টেম্বর দুপুরে বুড়িচংয়ের দেবপুর এলাকায় সাকুরা স্টিল মিলে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবক প্রবেশ করলে মিলের পাহারাদাররা তাকে চোর সন্দেহে আটক করে শারীরিক নির্যাতনের পর দুটি বিদেশি কুকুর দিয়ে কামড়ায়। এ সময়ের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাতেই বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। চুরির অভিযোগে গত ১২ সেপ্টেম্বর মিল থেকে তামার তার নিখোঁজ হওয়ার পর থেকেই পাহারাদাররা নজরদারি করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তাদের বুড়িচং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।