জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

বিশ্ব মানবাধিকার দিবসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবসে কুবি ছাত্রদলের মানববন্ধন
বিশ্ব মানবাধিকার দিবসে কুবি ছাত্রদলের মানববন্ধন। ছবি: প্রতিনিধি

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপী সংগঠিত হওয়া গুম , খুন ও হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বারো টায় শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় সকল নেতা-কর্মী, সকল নাগরিকের মুক্তি ও আওয়ামীলীগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী সরকারের বিগত ১৫ বছর শাসনামলে হাজারো মানুষ গুম হয়েছে,খুন হয়েছে। লাখো মানুষ আওয়ামী সন্ত্রাসী সংগঠনের দ্বারা অত্যাচারিত হয়েছে প্রতিটি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। দেশের প্রতিটি ক্যাম্পাসে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক ছাত্রদলের সকল নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজকের এই মানববন্ধন থেকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ঘোষণা দিতে চাই,এখন থেকে কোন ক্যাম্পাসে আর সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে কোন ছাত্র সংগঠনকে দেয়া হবে না, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীদের তালিকা তৈরি হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার দাবি করছি।