সেপ্টেম্বর ৮, ২০২৪

রবিবার ৮ সেপ্টেম্বর, ২০২৪

বিশ্বে করোনায় আরও ১৯০ জনের মৃত্যু ও আক্রান্ত ৪৮,০৩৯

বিশ্বে করোনায় আরও ১৯০ জনের মৃত্যু ও আক্রান্ত ৪৮,০৩৯
বিশ্বে করোনায় আরও ১৯০ জনের মৃত্যু ও আক্রান্ত ৪৮,০৩৯। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ১৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৯ জন। সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৪৯৭ জন। ফলে মোট রোগীর বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ৬৫৮ জন।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। আক্রান্তের দিক থেকে তালিকার ১০ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৪৭ জন এবং মারা গেছেন ১১ জন।

এ পর্যন্ত মারা গেছেন ৩৪ হাজার ৬৩৪ জনের। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৪৯ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৫৩ জন এবং মারা গেছেন ১৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৫ হাজার ৬৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩১ জনের।

ল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।