জানুয়ারি ২, ২০২৫

বৃহস্পতিবার ২ জানুয়ারি, ২০২৫

বিশ্বকাপ মিশন শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

World Cup mission begins, Bangladesh wins the toss and fields
বিশ্বকাপ মিশন শুরু, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ধর্মশালায় আজ শনিবার ম্যাচটি শুরু হয়েেছে বেলা ১১টায়।

একাদশে আছেন দুই স্বীকৃত ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।

বোলিং বিভাগের দিকে তাকালে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

টসের সময় টাইগার অধিনায়ক সাকিব বলেছেন, ‘বিশ্বকাপে পঞ্চমবারের মতো দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমরা দারুণ পারফর্ম করা একটি দল পেয়েছি। সবার সমন্বয়ে শুরুটাও ভালো করাটা গুরুত্বপূর্ণ।’