ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিশ্বকাপ জেতার এক বছর পূর্তি আর্জেন্টিনার, মেসির আবেগঘন পোস্ট

Lionel Messi
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২২ সালের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ওই ঘটনার পর এক বছর কেটে গেছে। বিশ্ব জয়ের এক বছর পূর্তিতে আবেগঘন পোস্ট করলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের রাতের একাধিক ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সঙ্গে তিনটি বাক্যে নিজের অনুভূতির কথা বুঝিয়ে দিয়েছেন। মেসির পোস্ট সাথে সাথেই ভাইরাল হয়েছে।

মেসি নিজের পোস্টে লিখেছেন, ‘আমার ফুটবলজীবনের সবচেয়ে সুন্দর পাগলামির একটা বছর। অবিস্মরণীয় স্মৃতি রয়েছে যা হৃদয়ে থেকে যাবে সারা জীবন। সবাইকে বিশ্ব জয়ের বর্ষপূর্তির শুভেচ্ছা।’

কাতারের লুসাইল স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপ হাতে নিয়ে মেসির একটি ছবি রয়েছে। এ ছাড়া সাজঘরে বিশ্বকাপ ট্রফিকে মেসির চুম্বনের ছবি, বিছানায় ট্রফি নিয়ে শোয়ার ছবি এবং গোটা দলের সাথে উল্লাসের ছবি রয়েছে। একটি ভিডিওয় আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসও রয়েছে।

প্রসঙ্গত, এক বছর আগে ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ফ্রান্সের। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে। টাইব্রেকারে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের হাতে ভর করে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ১৯৮৬ সালে শেষবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল দিয়েগো মারাডোনার হাত ধরে। তার ৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ দেন মেসি। জীবনের অধরা স্বপ্ন পূরণ করেন তিনি। সেই সাথে আর্জেন্টিনায় আলাদা সম্ভ্রম তৈরি করে ফেলেন। মারাডোনার সাথে প্রতিনিয়ত তার যে তুলনা চলত, তাতে দাঁড়ি পড়ে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা