ডিসেম্বর ২৩, ২০২৪

সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪

বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন-জয়া আহসান

Rising Cumilla - Baby Naznin-Jaya Ahsan.webp
ছবি: সংগৃহীত

সঙ্গীত ও চলচ্চিত্র শিল্পে অনন্য অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা পাচ্ছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনেত্রী জয়া আহসান। তাদেরকে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হবে। 

সিজেএফবি’র সভাপতি এনাম সরকার  বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত জানান, আগামী ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শেরাটন হোটেলে  অনুষ্ঠেয় ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে তাদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হবে।

সিজেএফবিকে ধন্যবাদ জানিয়ে বেবী নাজনীন বলেন, আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।

জয়া আহসান জানান, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে।’

একই অনুষ্ঠানে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে খ্যাতিমান সাংবাদিক ও অনুষ্ঠান সঞ্চালক শফিক রেহমানকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে গঠিত হয় দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম