আলোচিত তারকা ইউটিউবার সালমান মুক্তাদির বিয়ে করেছেন। সালমান মুক্তাদির সবসময় আলোচনায় থেকেছেন একাধিক প্রেম নিয়ে। প্লে-বয় তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছিল। অবশেষে থিতু হলেন এক নারীতে।
রবিবার (৩০ এপ্রিল) তিনি বিয়ে করেছেন। স্ত্রীর সঙ্গে ধারণকৃত ছবি শেয়ার করে খবরটি সালমান নিজেই দিয়েছেন। তবে সঙ্গীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি। ছবির ক্যাপশনে লিখেছেন— “সালমান মুক্তাদির’র সমাপ্তি- ৩০-০৪-২০২৩। সারা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।”
এদিকে ছবিগুলোর মন্তব্যের ঘরে শুভ কামনা জানাচ্ছেন সালমানের অনুরাগীরা ও তার ঘনিষ্ঠজন।
আয়মান সাদিক বলেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখবো। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখি-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।’
রাফসান সাবাব লিখেছেন, ‘যন্ত্রণাগ্রস্থ তোমার মন-মাথা দেখা থেকে সুদর্শনা সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় করে নেওয়া দেখছি, এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।’