ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

বিপিএল ছেড়ে যাচ্ছেন বাবর আজম

Babar Azam in BPL
ছবি: ফেসবুক

বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ৫ ইনিংসে ২টি অর্ধশতক সহ মোট ২০০ রানের অবদান রেখেছেন তিনি। কিন্তু মঙ্গলবার ঢাকা প্রিমিয়ারসের বিপক্ষে ম্যাচ খেলার পর বিপিএল ছেড়ে দেশে ফিরে যাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএলে) অংশ নেওয়ার জন্য দেশে ফিরতে হবে বাবরকে। ফলে রংপুর রাইডার্সের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না তিনি।

বাবর আজমের বিদায়ে বিদেশি ক্রিকেটার সংকটে পড়েছে রংপুর রাইডার্স। এর আগেই আঘাতের কারণে দল ছেড়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মদ নবি।

রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেছেন, “আমরা বাবর আজমকে খুব বেশি মিস করব। ৬ তারিখের ম্যাচটিই সম্ভবত তার শেষ ম্যাচ হবে। সে আরও কিছুদিন থাকার চেষ্টা করছে, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা নেই।”

বাবর আজম নিজে আরও এক ম্যাচ খেলতে চেয়েছেন। কিন্তু পিসিবির অনুমতি না পাওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।