জুলাই ৪, ২০২৫

শুক্রবার ৪ জুলাই, ২০২৫

বিদ্যুৎ বিভ্রাট থেকে সরাইলবাসীকে রক্ষা করুন

Rising Cumilla -Protect Sarail residents from power outages
প্রতীকি ছবি/সংগৃহীত

বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ সংকট বিরাজ করছে। প্রতিদিন গড়ে ১২ ঘণ্টারও বেশি সময় এলাকাবাসীকে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যেমন চরমভাবে ব্যাহত হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমেও দেখা দিয়েছে মারাত্মক ব্যাঘাত। বিশেষ করে চলমান এইচএসসি পরীক্ষার সময় এমন বিদ্যুৎ বিভ্রাট শিক্ষার্থীদের জন্য চরম মানসিক চাপ ও অনিশ্চয়তা তৈরি করছে।

সরাইল বিদ্যুৎ বিতরণ বিভাগের অভিযোগ নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও গ্রাহকরা সাড়া পাচ্ছেন না। অধিকাংশ সময় ফোন রিসিভ করা হয় না, আর কখনো রিসিভ করা হলেও সমস্যার কোনো কার্যকর সমাধান মেলে না। এ ধরনের দায়িত্বহীনতা ও অবহেলা শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং একটি পূর্ণ কর্মমুখর জনপদকে স্থবির করে দেওয়ার নামান্তর।

বিদ্যুৎ নাগরিক জীবনের একটি মৌলিক ও অপরিহার্য সেবা। এ সেবার নিশ্চয়তা পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কিন্তু বারবার অভিযোগ করেও যখন সাড়া মেলে না, তখন জনগণের মধ্যে প্রশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতি আস্থার ভাঙন শুরু হয়; যা কোনোভাবেই কাম্য নয়।

আমাদের স্পষ্ট দাবি, জনদুর্ভোগকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। সরাইল উপজেলার বিদ্যুৎ সমস্যার দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ও টেকসই সমাধান নিশ্চিত করতে হবে।

এমতাবস্থায় বিনীতভাবে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাই, দয়া করে সরাইলবাসীকে এই চরম বিদ্যুৎ দুর্ভোগ থেকে মুক্তি দিন। জনগণের স্বার্থে এখনই প্রয়োজন জরুরি, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ।

লেখক: শরিফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আরও পড়ুন