নভেম্বর ১৩, ২০২৪

বুধবার ১৩ নভেম্বর, ২০২৪

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, হবে নতুন আইন

The controversial digital security law is not repealed, but will be a new law
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, হবে নতুন আইন। ছবি: সংগৃহীত

অবশেষে বহুল আলোচিত ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল নয়, নাম ও আইনের ধারায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন সরকার। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন সাইবার নিরাপত্তা আইন ২০২৩ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সচিবালয়ে এসে ব্রিফ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আমি পরিস্কার করে বলছি, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন আনা হচ্ছে।

আইনমন্ত্রী জানান, সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে একটি নতুন আইন হবে। ডিএসএ থেকে এই আইনটি হবে যুগোপযোগী। তাছাড়া, বেশ কিছু ধারায়ও আনা হবে পরিবর্তন।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে।

২০১৮ সালে প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে। বিশেষ করে এর ৫৭ ধারা দেশে-বিদেশে সমালোচিত হয়। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

নতুন আইন হলেও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া আগের মামলা চলবে জানিয়ে আনিসুল হক বলেন, ওই সব মামলা নতুন আইন অনুযায়ী চলবে।