জানুয়ারি ১৭, ২০২৫

শুক্রবার ১৭ জানুয়ারি, ২০২৫

বিজয় দিবসে শহীদদের স্মরণে ফুল নয়, কুরআন খতম ও দোয়া

Rising Cumilla - In memory of the martyrs on Victory Day, not flowers, but Quran Khatam and prayers
ছবি: প্রতিনিধি

শহীদদের স্মরণে ফুল দিয়ে নয়, বরং পবিত্র কুরআন খতম ও দোয়া করে শ্রদ্ধা জানানোর এক অনন্য উদ্যোগ নিয়েছে কুমিল্লার Youth Change Society Bangladesh (YCSBD) ও NextGen Youth Alliance।

স্বপ্ন জোড়া সামাজিক সংগঠনকে ভলেন্টিয়ার পার্টনার হিসেবে সঙ্গে নিয়ে তারা কুমিল্লা আল মদিনা তালিমুল কুরআন মাদ্রাসায় ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত দেশের জন্য শহীদ হওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে ৩০ পারা কুরআন খতম ও দোয়ার আয়োজন করে।

“শহীদদের স্বরণে ফুল নয়, হোক কুরআন খতম ও দোয়া” এই স্লোগানকে সামনে রেখে দুই সংগঠন বিজয় দিবসে এই বিশেষ কর্মসূচিটি হাতে নেয়।

Rising Cumilla - In memory of the martyrs on Victory Day, not flowers, but Quran Khatam and prayers
ছবি: প্রতিনিধি

মাদ্রাসার কুরআনের পাখিরা সারা দিন ধরে কুরআন তিলাওয়াত করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে খেলাধুলা এবং পিঠা উৎসবের আয়োজন করে উৎসবকে আরও বর্ণিল করে তোলে।