নভেম্বর ২৫, ২০২৪

সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

বিএনসিসি কুবি প্লাটুনে দুই পদে ৬ জনের পদোন্নতি

6 people have been promoted to two posts in BNCC - Cumilla University
বিএনসিসি কুবি প্লাটুনে দুই পদে ৬ জনের পদোন্নতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’ সংক্ষেপে বিএনসিসি পুরুষ ও মহিলা প্লাটুনে ক্যাডেট ল্যান্স কর্পোরাল ও ক্যাডেট কর্পোরাল পদে মোট ৬ জন ক্যাডেট পদোন্নতি লাভ করেছেন।

পুরুষ প্লাটুনে ক্যাডেট ল্যান্স কর্পোরাল শাহিন মিয়া ও দিনেশ বসু চাকমা ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি লাভ করেছেন। এছাড়াও ক্যাডেট আবু কাউছার ও মোঃ হাসিব হাসান ক্যাডেট ল্যান্স কর্পোরাল পদে পদোন্নতি লাভ করেছেন এবং মহিলা প্লাটুনে ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি লাভ করেছেন অন্তা চাকমা ও মারজান আক্তার।

এ বিষয়ে ক্যাডেট কর্পোরাল মারজান আক্তার বলেন,
আমি ব্যক্তিগতভাবে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করি। সেক্ষেত্রে বিএনসিসি একটি স্বেচ্ছাসেবী সংগঠন যেখানে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাকে প্রাধান্য দেয়। এ দুটি গুনের সুষ্ঠু চর্চা করার জন্য বিএনসিসি একটি আদর্শ প্লাটফর্ম। বিগত এক বছরের অধিক সময় ধরে এ সংগঠনের সাথে আমার পথচলা। সময়ের পরিক্রমায় ক্যাডেট কর্পোরাল পদে পদোন্নতি পেয়েছি। নতুন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও বিহ্বলিত। আমার চেষ্টা থাকবে আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার।

প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ সামিন বখশ সাদী বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের কার্যক্রমগুলো আরো সুষ্ঠুভাবে সম্পাদন ও গতিশীল করতে ৬জন ক্যাডেটদের পদোন্নতি প্রদান করা হয়েছে। আশা করছি তারা তাদের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে প্লাটুনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ”

উল্লেখ্য, গত ১৪ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষার ১ম ধাপে লিখিত পরীক্ষা এবং ১৬ই সেপ্টেম্বর (শনিবার) ২য় ধাপে ড্রিল পরীক্ষা ও সর্বশেষ ধাপে মৌখিক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।