শুক্রবার ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি ঐক্য বদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না: নাজমুল করিম

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - No conspiracy will work if BNP is united-Nazmul Karim
বিএনপি ঐক্য বদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রে কাজ হবে না: নাজমুল করিম/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নাজমুল করিমের নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে (১৮ সেপ্টেম্বর ২০২৫) বড়িকান্দি ইউনিয়নে লিফলেট বিতরণ শেষে গনি শাহ মাজার প্রাঙ্গনে কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

বড়িকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাজমুল হক শেকিলের সভাপতিত্বে ও কাবিল কুদ্দুসের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাজমুল করিম।

কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী নয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি বায়োজিদ আলম বাবু, রুসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোছেন মিয়া, শ্যামগ্রাম ইউনিয়ন যুব দলের সভাপতি সফিকুল ইসলাম সফিক ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাসহ অন্যান্যরা।

নাজমুল করিম বলেন, আমাদের নেতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগনের মুক্তির সনদ ৩১ দফা দাবি তুলে ধরছি। আমি ধানের শীষের একজন মনোনয়ন প্রত্যাশী তবু দল যাকে নমিনেশন দেয় আমরা তার পক্ষ হয়ে কাজ করবো। জননেতা তারেক রহমানের নির্দেশনা আমরা যাতে ঐক্য বদ্ধ থাকি, পিআর আর বিভিন্ন উছিলা করে যাতে নির্বাচন বন্ধ করতে না পারে সে ব্যাপারে আমাদের সর্তক থাকতে হবে। আমরা ঐক্য বদ্ধ হয়ে কাজ করবো, আমাদের মাঝে কোন ভেদাভেদ নেই।

আরও পড়ুন