বাংলাদেশ গ্রামীণ উন্নয়ন একাডেমী (বার্ড)-এর পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগের পরিচালক নাছিমা আক্তারকে পিআরএল-এ গমন উপলক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ৩টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই পরিচালক (গবেষণা) মোঃ মিজানুর রহমান বিদায়ী পরিচালকের বর্ণাঢ্য চাকুরী জীবনের উপর আলোকপাত করেন।
এরপর যথাক্রমে সহকারী পরিচালক, উপপরিচালক এবং যুগ্ম-পরিচালকবৃন্দ নাছিমা আক্তার এর সাথে তাদের বিজড়িত স্মৃতি রোমন্থন করেন।
এছাড়া পরিচালকবৃন্দের পক্ষ থেকে পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন এবং পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ স্মৃতি রোমন্থনমূলক বক্তব্য রাখেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
এরপর নাছিমা আক্তার তাঁর বক্তব্যে বার্ডে দীর্ঘ চাকুরী জীবনের নানা স্মৃতি তুলে ধরতে গিয়ে অনিরুদ্ধ আবেগ সংবরণ করেন।
সবশেষে মহাপরিচালক তাঁর বক্তব্যে নাছিমা আক্তার এর সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করেন এবং বার্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।