জানুয়ারি ৭, ২০২৫

মঙ্গলবার ৭ জানুয়ারি, ২০২৫

বাবর আজম আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

Pakistan Cricket player Babar Azam and Fakhar
পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম ও ফখর। ছবি: সংগৃহীত

আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপে দারুণ খেলা শুভমান গিলকে পেছনে ফেলে শীর্ষে ফিরেছেন তিনি।

৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে বাবর শীর্ষে অবস্থান করছেন। ৮১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের শুভমান গিল। আর ৭৭৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি।

ওয়ানডেতে শীর্ষে ফিরলেও টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাবরের। অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান উসমান খাজা তিনধাপ উন্নতি করে ৮০৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছেন। তাতে পঞ্চম স্থানে নেমে গেছেন বাবর।

৮৬৪ রেটিং নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। জো রুট দ্বিতীয় ও স্টিভেন স্মিথ আছেন তৃতীয় স্থানে।