ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

বাড্ডায় মিষ্টির দোকানে আগুন নিয়ন্ত্রণে

বাড্ডায় মিষ্টির দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রাজধানীর মধ্য বাড্ডায় রাজভোগ মিষ্টির দোকানে আগুন লেগেছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১২টা ১৩ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলির ওই দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। দোকানটির অবস্থান ওই এলাকায় থাকা একটি বহুতল ভবনের নিচতলায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, আমাদের দুটি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।