জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

বাড়ছে ভেন্যুর সংখ্যা বিপিএলে

The number of venues is increasing in BPL
বাড়ছে ভেন্যুর সংখ্যা বিপিএলে

ভেন্যু বাড়ানো নিয়ে সব সময় হতাশার কথাই শোনা গেছে বিসিবির পক্ষ থেকে। তবে এবার আশার কথা শোনালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। দর্শকদের কথা চিন্তা করে আসন্ন বিপিএলে ভেন্যু বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (৪ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।

তবে নতুন ভেন্যুটি খুলনা কিংবা বগুড়া নয়, রাজশাহীতে মাঠ প্রস্তুত করা হবে বলে জানা গেছে। বিসিবি পরিচালক মল্লিক বলেন, ‘আমরা খুলনার চেয়ে রাজশাহীকে এগিয়ে রাখব এবং আমরা সেখানে বিপিএল খেলতে চাই। খুলনাতে ৩-৪টা ভালো হোটেল দরকার (বিপিএলের জন্য)। যেটা এখনও হয়নি। যেখানে রাজশাহীতে দুটি নতুন হোটেল রয়েছে তাই আমি রাজশাহীকে এগিয়ে রাখব। এবার সেখানে ম্যাচ দিতে না পারলেও পরের মৌসুমে চিন্তাভাবনা আছে।’