বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) ল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২২ – ২৩ এর বিদায় অনুষ্ঠান গতকাল ১৮ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি দুইটি পর্বে (বক্তব্য সম্ভাষণ এবং ক্রেস্ট ও সনদ বিতরণী) বিভক্ত ছিল। অনুষ্ঠানটি দুপুর ১.০০ টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২.৩০ টায়।
ক্লাব এডভাইজর এবং সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলীমুল হায়দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের কো এডভাইজর এবং প্রভাষক দীপান্বিতা কুন্ডু রুমকি, ক্লাবের কো এডভাইজর এবং প্রভাষক শাদাব বিন আশরাফ সহ আইন বিভাগের অন্যান্য অনুষদ, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা করিম, প্রভাষক নাদিয়া ইসলাম নদী এবং প্রভাষক মো: শামীম আহমেদ।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইউস্ট ল ক্লাব কার্য নির্বাহী কমিটি ২০২২ – ২৩ এর সদস্যবৃন্দসহ বাইউস্ট আইন বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ক্লাবের এক্টিং প্রেসিডেন্ট অনাদি বিকাশ চৌধুরী এবং এসিস্ট্যান্ট রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি সাবের হোসেন।
অনুষ্ঠানটির প্রথম পর্বে সঞ্চালকদের সঞ্চালনায় বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন ক্লাবের এক্টিং প্রেসিডেন্ট (ভাইস প্রেসিডেন্ট) অনাদি বিকাশ চৌধুরী, প্রেসিডেন্ট মেহেদী হাসান সরকার এবং এসিস্ট্যান্ট রিসার্চ এন্ড পাবলিকেশন সেক্রেটারি সাবের হোসেন।
ক্লাব সদস্যদের বক্তব্যের পর এডভাইজরি প্যানেল থেকে প্রথমেই বক্তব্য রাখেন ক্লাবের কো এডভাইজর এবং প্রভাষক শাদাব বিন আশরাফ, এরপরে ক্লাবের কো এডভাইজর এবং প্রভাষক দীপান্বিতা কুন্ডু রুমকি এবং সবশেষে ক্লাব এডভাইজর এবং সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান ড. মো. নাঈম আলীমুল হায়দার। প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে ক্লাবের সফলতা, পথচলা এবং ভবিষ্যত পরিকল্পনার গল্প।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নাঈম আলীমুল হায়দার উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, “বাইউস্ট ল ক্লাবের প্রথম সাংবিধানিক ক্লাব হিসাবে তোমরাই শিখিয়েছ কীভাবে নতুন দিগন্তের সূচনা করতে হয়। এখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এবং শিক্ষাই তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। বর্তমান ক্লাব থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে তাদের পরবর্তী জীবনের জন্য শুভ কামনা। আর যারা পুনোরায় পরবর্তী ক্লাব কমিটিতে আসবে তারা ইতোমধ্যেই অভিজ্ঞ। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে ক্লাবকে একটি নতুন মাত্রায় নিয়ে যাবে এই আশাই রাখি।
এছাড়াও প্রথম থেকেই ক্লাবের বিভিন্ন প্রোগ্রামে এবং আজকের প্রোগ্রামে প্রত্যক্ষ ভূমিকা রাখায় ক্লাবের এক্টিং প্রেসিডেন্ট অনাদি বিকাশ চৌধুরীকে ধন্যবাদ।”
অনুষ্ঠানটির দ্বিতীয় পর্বের শুরুতেই ক্লাবের এডভাইজরি প্যানেলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বাইউস্ট আইন বিভাগীয় অনুষদ এবং ক্লাবের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। এরপরে ক্লাব সদস্যদের স্মারক এবং সার্টিফিকেট তুলে দেন বিভাগীয় অনুষদরা।
উল্লেখ্য যে, বিগত ১২ জানুয়ারি ২০২৩ তারিখে BAIUST LAW CLUB এর পূর্ণাঙ্গ এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়। নির্বাচন ও বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে উক্ত কমিটি ঘোষিত হয়। এই পথচলায় ক্লাবের এবারের কমিটিটি প্রথমবারের মতো অন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট (পুরুষ), প্রথমবারের মতো বার্ষিক বনভোজন, ইফতার মাহফিল, প্লাস্টিক এবং পরিবেশ দূষণ: “বাংলাদেশের জন্য মুখ্য চ্যালেঞ্জ এবং পথ সামনের দিকে” বিষয়ক সেমিনার (প্রথমবারের মতো পরিবেশ বিষয়ক সেমিনার), নবম ব্যাচের নবীন বরণ, প্রথমবারের মতো অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা, প্রথমবারের মতো আন্তঃবিভাগ ল অলিম্পিয়াড চ্যাম্পিয়নশিপ এবং প্রথমবারের মতো লিগ্যাল ফ্রিল্যান্সিং ওয়েবিনার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন ক্লাবের এক্টিং প্রেসিডেন্ট অনাদি বিকাশ চৌধুরী এবং অন্যান্য সদস্য ইসমত শাহরিয়া শাহেদ, মাহতাব ইসলাম অমি, সাবরিনা করিম সূহি এবং শাহ এমরান ভূঁইয়া। অনুষ্ঠানটির চিত্রগ্রাহকের ভূমিকায় ছিলেন নবম ব্যাচের শিক্ষার্থী কাফি মজুমদার।