বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) আইন বিভাগের ৩য় ব্যাচের (পূর্নাঙ্গ) বিদায় অনুষ্ঠান ও ১০ম ব্যাচের নবীন বরণ আজ ২০ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ৩টি পর্বে (বিদায় অনুষ্ঠান, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান) দুপুর ১২ টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৪.৩০ টায়।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা করিম, প্রভাষক দীপান্বিতা কুন্ডু রুমকী, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও প্রভাষক শাদাব বিন আশরাফ, প্রভাষক নাদিয়া ইসলাম নদী, প্রভাষক মো: শামীম আহমেদ এবং খণ্ডকালীন শিক্ষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ডিরেক্টর এবং বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন ড. কে আহমেদ আলমসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও আইন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের ১ম পর্বে ৪র্থ ব্যাচের শিক্ষার্থী হাছান ও লিমুর সঞ্চালনায় বিদায়ী ব্যাচ ও নবীনদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান ও স্মৃতিচারণ করেন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা করিম।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন অনাদি বিকাশ ও রিয়া। তাছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান শেষে অনুষ্ঠানের ২য় পর্বে ৯ম ব্যাচের শিক্ষার্থী মাসুমা ও শাহেদের সঞ্চালনায় নবীনদের বরণ করে নেয়া হয়।
৯ম ব্যাচের পক্ষ থেকে নবীনদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান উপহার হিসেবে প্রদান করা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের প্লাজায় সম্মিলিত ফটোসেশান শেষে বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের ৩য় পর্বে বিভাগের শিক্ষার্থীরা আবৃত্তি, গান ও নাচ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটিকে সবার কাছে উপভোগ্য করে তোলেন।
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার উক্ত অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, “তোমরাই পারবে নতুন দিগন্তের সূচনা করতে। তোমাদের দ্বারাই অসহায় নির্যাতিত মানুষ ন্যায় বিচার পাবে। সর্বোচ্চ পরিশ্রম করে যাও। বিজয়ের হাসি তোমরাই হাসবে।”
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ রেজওয়ানা করিম এবং প্রভাষক মোঃ শামীম আহমেদ। তাছাড়া অনুষ্ঠানটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করে আইন বিভাগের ৪র্থ ব্যাচ ও ৯ম ব্যাচের শিক্ষার্থীরা।