নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

বাইউস্ট আইনবিভাগের “বার্ষিক শিক্ষা সফর-২০২৪” সম্পন্ন

Completed Annual Education Tour-2024 of Baiust Law Department
ছবি: বাইউস্ট প্রতিনিধি

গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইনবিভাগ কর্তৃক “বার্ষিক শিক্ষা সফর-২০২৪” সম্পন্ন হয়েছে।

গত বুধবার (৭ ফেব্রুয়ারী) আইন বিভাগের ১২৮ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষকসহ সর্বমোট ১৩৬ জনকে নিয়ে রাত ৭.৩০ টায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ থেকে ৩ টি বাস সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাত ৩ টায় একযোগে ৩ টি বাস সিলেট শহরে পৌঁছালে সবাই হযরত শাহজালাল (রঃ) এর মাজার সংলগ্ন হোটেল আল আরবে সকাল ৮ টা পর্যন্ত অবস্থান করেন।

তারপর সবাই সকালের নাস্তা সম্পন্ন করে জাফলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সকাল ১০ টায় গন্তব্যে পৌঁছায়। দুপুর ২ টা পর্যন্ত জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ জাফলংয়ে অবস্থিত ‘সীমান্ত ভিউ’ রেস্টুরেন্টে দুপুরের খাবার সম্পন্ন করেন ও ৩ টা নাগাদ সবাই শ্রীপুর পিকনিক স্পটে চলে আসেন। সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একসাথে চা বাগানে গ্রুপ ছবি তোলা হয়।

খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সবাই ৩.৪৫ টার মধ্যে সারিঘাটে চলে আসে। সেখান থেকে ইঞ্জিনচালিত ১০ টি নৌকা নিয়ে লালাখাল ভ্রমণ করে জিরো পয়েন্টে এসে সবাই একত্রিত হয়। লালাখালের প্রাকৃতিক সৌন্দর্যে সবাই বিমোহিত হয়ে বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানের ঠান্ডা আবহাওয়ার মধ্যেও প্রায় ৩ ঘন্টা অবস্থান করেন। লালাখালের নৌকা ভ্রমণ শেষে সবার মাঝে বিকালের নাস্তা সরবরাহ করা হয়। নাস্তা খাওয়া শেষে সিলেট শহরের উদ্দেশ্যে রাত ৮টা নাগাদ সারিঘাট থেকে যাত্রা শুরু করে।

ছবি: বাইউস্ট প্রতিনিধি

তারপর সিলেট শহরে এসে সবাই শহরের ‘পানসী’ রেস্টুরেন্টে এসে রাতের খাবার সেরে নেন। তাছাড়া সবাই ঘোরাঘুরি ও নিজ নিজ কেনাকাটা সম্পন্ন করে রাত ১২ টা ৪০ মিনিটে কুমিল্লার উদ্দেশ্যে রওনা করে শুক্রবার (৯ ফেব্রুয়ারী)সকাল ৯টার মধ্যে সবাই গন্তব্যে এসে পৌঁছায়।

বাইউস্ট আইন বিভাগের “বার্ষিক শিক্ষা সফর-২০২৪” এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোসাঃ রেজওয়ানা করিম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, বাইউস্ট এবং মো: শামীম আহমেদ, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট।

এছাড়া শিক্ষা সফরটি সম্পন্ন করতে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ দীপান্বিতা কুন্ডু রুমকী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; শাদাব বিন আশরাফ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট ; নাদিয়া ইসলাম নদী, প্রভাষক, আইন বিভাগ, বাইউস্ট তাদের ওপর অর্পিত বিভিন্ন দায়িত্ব আন্তরিক নিষ্ঠার সাথে পালন করেন।

ছবি: বাইউস্ট প্রতিনিধি

অধিকন্তু, সফরটি সাফল্যমন্ডিত করতে সুচারুভাবে দায়িত্ব পালন করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিশেষ করে ৩য় ব্যাচের শিক্ষার্থী পলাশ, তনয়া, শাহ এমরান, রিয়া, এমরান ভূইয়া, শুভ, হৃদয়, অনাদি এবং ৪র্থ ব্যাচের হাসান, লিমু, তাইয়্যেবা, আহমদ শরীফ, নাজিফা, ফয়সাল সহ সিনিয়র জুনিয়র ব্যাচের আরো অনেকেই।

বার্ষিক শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে সার্বক্ষণিক সাথে ছিলেন ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, আইন বিভাগ, বাইউস্ট। তাছাড়া অতিথি হিসেবে ছিলেন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও আইনজীবী রফিকুল ইসলাম হোসাইনী।

বিভাগীয় প্রধান ড. মোঃ নায়ীম বলেন, জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সঙ্গে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই অজানাকে জানার, অদেখাকে দেখার জন্য সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিনোদনের জন্য সফরের গুরুত্ব রয়েছে।