গতকাল রোববার (২৪ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) আইন বিভাগে ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা ও এবং ১১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি (ভিসি), বিজ্ঞান ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. কে আহমেদ আলম, লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সিদ্দিক (সিওই), বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. নায়ীম আলীমুল হায়দারসহ আইন বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপাচার্যসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের ভালো মানুষ, সুসংগঠিত, সুশৃঙ্খল এবং শিক্ষার প্রতি নিবেদিত হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। বিভাগীয় প্রধান ড. মো. নায়ীম আলীমুল হায়দারও তার অমূল্য বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ৪র্থ ব্যাচের ছাত্র হাসান ও সাবিনুর লিমুর বক্তব্যের পরে, উপাচার্য, বিভাগীয় প্রধান এবং পঞ্চম ব্যাচের শিক্ষার্থীরা চতুর্থ ব্যাচকে ক্রেস্ট প্রদান করেন। একইভাবে, ১১তম ব্যাচের শিক্ষার্থীরা আইন বিভাগের শিক্ষক ও ১০ম ব্যাচের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করে।
এ সময় আইন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন কবিতা, গান, নাটক ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৫ম ব্যাচের ইয়ামিন ও তিশা এবং ১০ম ব্যাচের আল আমিন, তাসমি নূর, জান্নাতুল ফারহানা এবং রুবি।
উক্ত অনুষ্ঠানটি সফল আয়োজন করেন দীপান্বিতা কুন্ডু রুমকী (সহকারী অধ্যাপক), শাদাব বিন আশরাফ (প্রভাষক), এবং তানজিলা তামান্না (প্রভাষক) সহ অন্যান্য শিক্ষক ও ৫ম এবং ১০ তম ব্যাচের শিক্ষার্থীরা।