বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির নাম ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’।
এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা হিমু আকরাম। বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষে চুক্তিপত্রে সই করেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
হিমু আকরাম বলেন, ‘চলতি বছরের ৭ মে চুক্তিবদ্ধ হয়েছেন স্বস্তিকা। এর প্রায় ছয় মাস আগে তাকে গল্পটি পাঠিয়েছিলাম আমরা। গল্পটি পড়ে বেশ উৎসাহী হয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। এরই মধ্যে আমাকে দুইবার শিডিউলও দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু চিত্রনাট্য মনের মতো তৈরি না হওয়ায় এখনো শুটিং শুরু করিনি।’
নির্মাতা বলেন, ‘আমাদের সিনেমার হিরো কে হবেন, সেটা নিয়ে আমরা এখনো ভাবছি। কারণ, চিত্রনাট্যের প্রয়োজনে সিনেমার নাম পরিবর্তন হতে পারে। বর্তমানে চতুর্থ পর্যায়ে সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। আর সিনেমায় যিনি নায়ক হবেন, তাকে পর্দায় তিনটি ডাইমেনশনে নিজেকে উপস্থাপন করতে হবে। তাই হিরো নির্বাচনের জন্য আমরা একটু সময় নিচ্ছি। তবে হিরো ঠিক হওয়ার পর খুব শিগগিরই আমরা তার নামটি প্রকাশ করব। সেই সঙ্গে বাকি অভিনয়শিল্পীদের নামও প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।’