সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির কোরাল

A 26 kg coral was caught in a fishing net in the Bay of Bengal
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে জেলের জালে উঠে এল ২৬ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি বড় কোরাল মাছ। কুয়াকাটা পৌর মাছ বাজারে ডাকের মাধ্যমে মাছটি ১২৫০ টাকা কেজি দরে ৩২হাজার ৮১২ টাকায় বিক্রি করা হয়।

জেলের দেওয়া তথ্যমতে, গত বুধবার কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার মায়ের দোয়া নামক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদী সংলগ্ন এলাকার সাগর মোহনায় গত কাল এই বিশাল কোরাল মাছটি তার জালে ধরা পরে। পরে গতকাল সন্ধ্যার দিকে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে এ মাছটি খোলা ডাকের মাধ্যমে কুয়াকাটা ফিস পয়েন্টের পরিচালক মো. নাসির উদ্দিন এ মাছটি ক্রয় করেন।

এ বিষয় ফিস পয়েন্টের পরিচালক মো.নাসির বলেন, সচারাচর এত বড় মাছ পাওয়া যায়না। গতকাল সন্ধ্যায় এ মাছটি মার্কেটে আসার পরে ১২৫০ টাকা কেজি দরে ক্রয় করি। আশা করছি মাছটি ভালো দামে বিক্রি করেতে পারবো।

জেলে মো. রাসেল বলেন, অনেক দিন মাছ পাইনা। ভাগ্য সহায় বলেই এত বড় মাছ আল্লাহ দিয়েছে। মাছটি ঘাটে অনেক লোক ক্রয় করতে চেয়েছে পরে কুয়াকাটা মার্কেটে ১২৫০টাকা কেজি দরে বিক্রি করেছি।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদ-নদী এবং সাগরে বিভিন্ন মাছ পাওয়া যায়। বড় বড় মাছ হারিয়ে যাওয়ার পথে তবে সামুদ্রিক কোরাল এরচেয়েও বড় হয়ে থাকে। সঠিক ভাবে সমুদ্রের নিষেধাজ্ঞা পালন করলেই এরকম বড় মাছ পাওয়া সম্ভব।