বুধবার ২৬ নভেম্বর, ২০২৫

ফেব্রুয়ারিতেই শুরু টি–টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনে মাঠে নামছে লিটনরা

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - 2026 T20 World Cup
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

আনুষ্ঠানিকভাবে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই আসর শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। একই দিনই উইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মোট ২০ দল অংশ নেবে এবারের টুর্নামেন্টে। ৪ গ্রুপে ভাগ হয়ে প্রায় এক মাসব্যাপী এই লড়াই শেষ হবে ৮ মার্চ ফাইনাল ম্যাচের মাধ্যমে। ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ; প্রতিপক্ষ—ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

বাংলাদেশের গ্রুপ–পর্বের সূচি

বাংলাদেশ দলের গ্রুপ–পর্বের চারটির মধ্যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে। শুধু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে মুম্বাইয়ে।

৭ ফেব্রুয়ারি, ৩:৩০ পিএম – ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, কলকাতা

৯ ফেব্রুয়ারি, ১১:৩০ এএম – বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা

১৪ ফেব্রুয়ারি, ৩:৩০ পিএম – বাংলাদেশ বনাম নেপাল, কলকাতা

১৭ ফেব্রুয়ারি, ৭:৩০ পিএম – বাংলাদেশ বনাম ইংল্যান্ড, মুম্বাই

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ পর্ব)

তারিখ

সময় (বিএসটি)ম্যাচভেন্যু
৭ ফেব্রুয়ারি১১:৩০ এএমপাকিস্তান বনাম নেদারল্যান্ডসকলম্বো
৭ ফেব্রুয়ারি৩:৩০ পিএমওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশকলকাতা
৭ ফেব্রুয়ারি৭:৩০ পিএমভারত বনাম যুক্তরাষ্ট্রমুম্বাই
৮ ফেব্রুয়ারি১১:৩০ এএমনিউজিল্যান্ড বনাম আফগানিস্তানচেন্নাই
৮ ফেব্রুয়ারি৩:৩০ পিএমইংল্যান্ড বনাম নেপালমুম্বাই
৮ ফেব্রুয়ারি৭:৩০ পিএমশ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ডকলম্বো (প্রেমাদাসা)
৯ ফেব্রুয়ারি১১:৩০ এএমবাংলাদেশ বনাম ইতালিকলকাতা
৯ ফেব্রুয়ারি৩:৩০ পিএমজিম্বাবুয়ে বনাম ওমানকলম্বো
৯ ফেব্রুয়ারি৭:৩০ পিএমদক্ষিণ আফ্রিকা বনাম কানাডাআহমেদাবাদ
১০ ফেব্রুয়ারি১১:৩০ এএমনেদারল্যান্ডস বনাম নামিবিয়াদিল্লি
১০ ফেব্রুয়ারি৩:৩০ পিএমনিউজিল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাতচেন্নাই
১০ ফেব্রুয়ারি৭:৩০ পিএমপাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রকলম্বো
১১ ফেব্রুয়ারি১১:৩০ এএমদক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানআহমেদাবাদ
১১ ফেব্রুয়ারি৩:৩০ পিএমঅস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ডকলম্বো (প্রেমাদাসা)
১১ ফেব্রুয়ারি৭:৩০ পিএমইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজমুম্বাই
১২ ফেব্রুয়ারি১১:৩০ এএমশ্রীলঙ্কা বনাম ওমানক্যান্ডি
১২ ফেব্রুয়ারি৩:৩০ পিএমনেপাল বনাম ইতালিমুম্বাই
১২ ফেব্রুয়ারি৭:৩০ পিএমভারত বনাম নামিবিয়াদিল্লি
১৩ ফেব্রুয়ারি১১:৩০ এএমঅস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়েকলম্বো (প্রেমাদাসা)
১৩ ফেব্রুয়ারি৩:৩০ পিএমকানাডা বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৩ ফেব্রুয়ারি৭:৩০ পিএমযুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ডসচেন্নাই
১৪ ফেব্রুয়ারি১১:৩০ এএমআয়ারল্যান্ড বনাম ওমানকলম্বো
১৪ ফেব্রুয়ারি৩:৩০ পিএমনেপাল বনাম বাংলাদেশকলকাতা
১৪ ফেব্রুয়ারি৭:৩০ পিএমনিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকাআহমেদাবাদ
১৫ ফেব্রুয়ারি১১:৩০ এএমওয়েস্ট ইন্ডিজ বনাম নেপালমুম্বাই
১৫ ফেব্রুয়ারি৩:৩০ পিএমযুক্তরাষ্ট্র বনাম নামিবিয়াচেন্নাই
১৫ ফেব্রুয়ারি৭:৩০ পিএমভারত বনাম পাকিস্তানকলম্বো (প্রেমাদাসা)
১৬ ফেব্রুয়ারি১১:৩০ এএমআফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৬ ফেব্রুয়ারি৩:৩০ পিএমইংল্যান্ড বনাম ইতালিকলকাতা
১৬ ফেব্রুয়ারি৭:৩০ পিএমঅস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কাক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি১১:৩০ এএমনিউজিল্যান্ড বনাম কানাডাচেন্নাই
১৭ ফেব্রুয়ারি৩:৩০ পিএমআয়ারল্যান্ড বনাম জিম্বাবুয়েক্যান্ডি
১৭ ফেব্রুয়ারি৭:৩০ পিএমবাংলাদেশ বনাম ইংল্যান্ডমুম্বাই
১৮ ফেব্রুয়ারি১১:৩০ এএমদক্ষিণ আফ্রিকা বনাম সংযুক্ত আরব আমিরাতদিল্লি
১৮ ফেব্রুয়ারি৩:৩০ পিএমপাকিস্তান বনাম নামিবিয়াকলম্বো (SSC)
১৮ ফেব্রুয়ারি৭:৩০ পিএমভারত বনাম নেদারল্যান্ডসআহমেদাবাদ
১৯ ফেব্রুয়ারি১১:৩০ এএমওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালিকলকাতা
১৯ ফেব্রুয়ারি৩:৩০ পিএমশ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়েকলম্বো (প্রেমাদাসা)
১৯ ফেব্রুয়ারি৭:৩০ পিএমআফগানিস্তান বনাম কানাডাচেন্নাই
২০ ফেব্রুয়ারি৭:৩০ পিএমঅস্ট্রেলিয়া বনাম ওমানক্যান্ডি

সুপার–এইট সূচি (২১ ফেব্রুয়ারি – ১ মার্চ)

তারিখসময় (বিএসটি)ভেন্যু
২১ ফেব্রুয়ারি৭:৩০ পিএমকলম্বো (প্রেমাদাসা)
২২ ফেব্রুয়ারি৩:৩০ পিএমক্যান্ডি
২২ ফেব্রুয়ারি৭:৩০ পিএমআহমেদাবাদ
২৩ ফেব্রুয়ারি৭:৩০ পিএমমুম্বাই
২৪ ফেব্রুয়ারি৭:৩০ পিএমক্যান্ডি
২৫ ফেব্রুয়ারি৭:৩০ পিএমকলম্বো (প্রেমাদাসা)
২৬ ফেব্রুয়ারি৩:৩০ পিএমআহমেদাবাদ
২৬ ফেব্রুয়ারি৭:৩০ পিএমচেন্নাই
২৭ ফেব্রুয়ারি৭:৩০ পিএমকলম্বো (প্রেমাদাসা)
২৮ ফেব্রুয়ারি৭:৩০ পিএমক্যান্ডি
১ মার্চ৩:৩০ পিএমদিল্লি
১ মার্চ৭:৩০ পিএমকলকাতা

সেমিফাইনাল

তারিখম্যাচ
৩ মার্চপ্রথম সেমিফাইনাল
৫ মার্চদ্বিতীয় সেমিফাইনাল

ফাইনাল

তারিখম্যাচ
৮ মার্চফাইনাল

 

আরও পড়ুন