
ফেনী পৌরসভায় নাগরিক সেবার মান বাড়াতে পৌর কর্তৃপক্ষ সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, যানজট নিরসন এবং শহর পরিচ্ছন্ন রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন উদ্যোগ নিয়েছে। একইসাথে, গত দুই বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত ও গতি হারানো উন্নয়ন কার্যক্রমগুলো দ্রুততার সাথে জোরদার করারও ঘোষণা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর ) দুপুরে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির এক সভায় পৌরসভার পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শহরের নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপের কথা আলোচনায় উঠে আসে। সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
যার মধ্যে রয়েছে,ওয়ার্ডভিত্তিক রাস্তা ও ড্রেনের তালিকা প্রস্তুত করা। এগুলোর ক্যাটাগরি এবং প্রাক্কলন তৈরি করে নথিভুক্ত করা। বাজেট অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে ক্রমান্বয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা ও দ্রুততম সময়ে ফেনী পৌরসভার জন্য মাস্টারপ্ল্যান প্রণয়ন করা।
এছাড়াও, শহরের পরিবহন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: হকার পুনর্বাসন, টাউন সার্ভিস সেবা বৃদ্ধি, রিকশা ভাড়া পুনর্নির্ধারণ ও তা কার্যকর করা, এবং ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার মতো বিষয়।
পৌর প্রশাসক গোলাম মো. বাতেন জানান, নাগরিক সুবিধা বাড়ানোর জন্য বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, গত বছর ট্রেড লাইসেন্স ফি থেকে পৌরসভার আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ফেনী পৌরসভায় অন্যান্য পৌরসভার তুলনায় পানির দাম কম রাখা হয়। তাই, ভবিষ্যতে সেবাগ্রহীতাদের সাথে আলোচনা সাপেক্ষে পানির দাম বাড়ানোর চিন্তা করা হচ্ছে।
সভায় আরও জানানো হয় যে, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে দাউদপুল ব্রিজ থেকে বেদে পল্লী পর্যন্ত খাল প্রবাহমান রাখতে খালটি পুনঃখনন করা হবে। পৌর প্রশাসক শহরের নাগরিকদের জন্য পর্যাপ্ত পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
সভায় অন্যদের মধ্যে ফেনী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন ছাড়াও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজিদ, ডায়াবেটিক সমিতির সাবেক সহ-সভাপতি সামিউল হক শাহীন, জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, আলোকিত গণমাধ্যম সম্পাদক সিদ্দিক আল মামুন, সাবেক কাউন্সিলর রোকসানা আক্তার, মহিলা জামায়াত নেত্রী সুলতানা রাজিয়া পলি, ব্যবসায়ী ফজলুল কাদের চৌধুরী শামীম, এবং ছাত্র প্রতিনিধি সৌরভ হোসেন সাকিল বক্তব্য রাখেন।









