শনিবার ১২ জুলাই, ২০২৫

ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বাঁধ নির্মাণ প্রকল্প দেওয়ার ভাবনা সরকারের

Rising Cumilla -Government considering giving dam construction project to army to control Feni floods
ছবি: সংগৃহীত

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণে ৭ হাজার ৩৪০ কোটি টাকার একটি বৃহৎ বাঁধ নির্মাণ প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। বিষয়টি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম শনিবার (১২ জুলাই) সকালে ফেনীর পুরাতন মুন্সীর হাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে এ তথ্য জানান।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।”

এদিকে, আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে সেখানে অবস্থানরত দুর্গতরা উপদেষ্টার কাছে পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন।

এ সময় ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন