মঙ্গলবার ২ ডিসেম্বর, ২০২৫

ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Newly appointed police superintendent interacts with journalists in Feni
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়/ছবি: সংগৃহীত

ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সফিকুল ইসলাম।

আজ সোমবার বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় পুলিশ সুপার সফিকুল ইসলাম বলেন, “সাংবাদিক ও পুলিশ দু’জনই দেশের কল্যাণে কাজ করি। ফেনীবাসীকে সার্বিক নিরাপত্তা দিতে আমরা একসঙ্গে কাজ করব। আসন্ন নির্বাচনে যেন ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারে, সেজন্য সকলের সহযোগিতা চাই।”

তিনি আরও উল্লেখ করেন, জেলায় অনিবন্ধিত সিএনজি ও থ্রি হুইলারের চলাচল রোধ করতে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, “মানুষ যেন পুলিশের ওপর আস্থা রাখে।”

মতবিনিময় সভায় ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, এখন টিভি প্রতিবেদক সোলায়মান ডালিমসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন