বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Miscreants set fire to bus on Dhaka-Chittagong highway in Feni
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন/ছবি: সংগৃহীত

ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে ‘রনি-রানা পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ করেই অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসে কোনো যাত্রী না থাকায় সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক উল্ল্যাহ জানান, এই এলাকায় প্রতিদিন সন্ধ্যায় সড়কের পাশে গাড়িগুলো পার্কিং করে চালকরা বাড়িতে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক আশপাশের মানুষের চিৎকারে তিনি রাস্তা সংলগ্ন বাড়ি থেকে বের হয়ে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। পরে সকলের সম্মিলিত চেষ্টায় পানি এনে আগুন নেভানো সম্ভব হয়।

আগুনে গাড়ির চালকের বসার স্থানসহ বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বাসের ভেতরে সামনের অংশ আংশিক পুড়ে গেছে। তিনি এই ঘটনাকে ‘নাশকতা’ বলে সন্দেহ করছেন।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান কালের কণ্ঠকে জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন