বৃহস্পতিবার ১৩ নভেম্বর, ২০২৫

ফেনীতে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Completion and distribution of certificates of basic training of village police members in Feni
ফেনীতে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ/ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের সহযোগিতায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সদস্যদের মধ্যে সনদ বিতরণ করা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এই প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) গোলাম মো. বাতেন। তিনি তাঁর বক্তব্যে গ্রাম পুলিশদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, “গ্রামের প্রান্তিক জনগণের শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গ্রাম পুলিশরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করেন। তাদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তুললে মানুষের সেবায় তারা আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেন। তাদের মধ্যে সাফল্যের স্বীকৃতি স্বরূপ ৫ জনকে পুরস্কৃত করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য দেন গ্রাম পুলিশ জহির আহাম্মদ এবং সরস্বতী রানী দাস। বক্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ে কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন।

আরও পড়ুন