ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে কুমিল্লা সিটিতে উচ্ছেদ অভিযান

Rising Cumilla - Evacuation operation in Cumilla City to clear footpath encroachment and traffic congestion
ছবি: সংগৃহীত

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে কুমিল্লা সিটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়। যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে একদিনের নোটিশে পরিচালিত হয় এই উচ্ছেদ অভিযান।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপার পূবালী চত্বর থেকে টমছমব্রিজ পর্যন্ত নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।

অভিযানে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের সদস্যরা উচ্ছেদ কার্যক্রমের সহযোগিতা করেন। সতর্কবার্তায় যারা আগে থেকে সচেতন হয়ে ফুটওভার থেকে সরে যাননি তাদের মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই জব্দ করেছে সিটি কর্পোরেশন।

এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন সাংবাদিকদের জানান, ‘অভিযানের সুফল দীর্ঘমেয়াদি করতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের অভিযোগ ছিল রাস্তা ও ফুটপাত অবৈধ দখলে থাকায় সড়কে বিশৃঙ্খলা এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’

এর আগে নভেম্বর মাসে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা নগরীকে যানজট মুক্ত ও ফুটপাত দখলদার মুক্ত রাখতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।