জানুয়ারি ৩, ২০২৫

শুক্রবার ৩ জানুয়ারি, ২০২৫

প্রধান শিক্ষক পদে প্রাথমিকে পদোন্নতি পেলেন আরও ৭৩ জন

Primary school teacher
ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষকের পদে আরও ৭৩ জন পদোন্নতি পেয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এদের সকলেই নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত।

সোমবার (১৬ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব কবির উদ্দিন।

এতে বলা হয়েছে, মনোহরদী উপজেলার ৭৩ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের আগামী ২৩ অক্টোবরের মধ্যে নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে যোগদান করতে হবে। এ তারিখের মধ্যে কেউ যোগাযোগে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে বিবেচিত হবেন। একইসঙ্গে পদোন্নতির আদেশ বাতিল হবে।

সহকারী শিক্ষকদের যেসব শর্তে দেয়া হয়েছে

প্রধান শিক্ষক পদে যোগদানের তারিখ থেকে ১ বছর শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে তাদের স্থায়ীকরণ করা হবে।

শিক্ষানবিশকালে তাদের আচরণ ও কর্ম সন্তোষজনক না হলে অথবা কর্মদক্ষতা অর্জনের সম্ভাবনা না থাকলে কর্তৃপক্ষ তাদের পূর্বের পদে প্রত্যাবর্তন করাতে পারবেন।

পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকরা আগামী ২৩ অক্টোবরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নরসিংদীর কাছে যোগদান করতে হবে। এরমধ্যে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি গ্রহণে সম্মত নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল বলে গণ্য হবে।

যোগদান পরবর্তী ২ কার্য দিবসের মধ্যে যোগদান করা প্রধান শিক্ষকদের অনুকূলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পদায়ন আদেশ জারি করবেন। এক্ষেত্রে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।

প্রধান শিক্ষক পদে যোগদান সংক্রান্ত তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি বই, ই-প্রাইমারি স্কুল সিস্টেম, সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা সিস্টেম এবং ইন্টিগ্রেটেড বাজেটিং ও অ্যাকাউন্টিং সিস্টেমে সন্নিবেশ করতে হবে।

এর আগে গত ৩ আগস্ট লক্ষ্মীপুরের তিন উপজেলার ২০১ জন এবং ৯ অক্টোবর টাঙ্গাইল জেলার মির্জাপুর, সখিপুর, ধনবাড়ি ও বাসাইল উপজেলায় থেকে ১৬৫ জনকে সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়।