![](https://i0.wp.com/risingcumilla.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?w=800&ssl=1)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মনির হায়দার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগের চিঠি পেয়েছেন। দেশে ফিরে এসে এ পদে যোগদান করবেন তিনি।
মনির হায়দার একুশে টিভি, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় সোচ্চার ছিলেন মনির হায়দার।