ফেব্রুয়ারি ৫, ২০২৫

বুধবার ৫ ফেব্রুয়ারি, ২০২৫

প্রথমবার একসঙ্গে নিরব ও পরীমনি, আসছে ‘গোলাপ’

ছবি: সংগৃহীত

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমণি। সিনেমার নাম ‘গোলাপ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।

খবরটি নিজেই জানিয়েছেন পরী। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিরবের সঙ্গে কিছু ছবি শেয়ার করেন পরী। সেখানে দেখা যায়, নিরবকে গোলাপ ফুল দিচ্ছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!

জানা গেছে, ‘গোলাপ’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব ও পরীমনি। নিরব এর আগে চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি পরীমনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরীমনির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তাই দুজনে গোলাপ ফুল হাতে পোজ দিয়েছেন।

ঢাকার একটি রেস্টুরেন্টে নিরব ও পরীর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। ‘গোলাপ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে।

গোলাপ’ সিনেমায় যুক্ত হওয়া প্রঙ্গে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরে এমন গল্পের ছবিতে কাজ করা হয়ে উঠছিল না। এতে আমার চরিত্রের নাম ডানা। গল্পে ডানা নাচবে, প্রেম করবে এমনকি মারামারিও করবে। গল্প শোনার সময় রুপা চরিত্রটি আমার পছন্দ হয়েছে। গল্পজুড়ে নানা ধরনের টুইস্ট আছে। আশা করছি নিরব ও আমাকে দর্শকেরা পছন্দ করবেন।’

অন্যদিকে নিরব জানান, পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির অত্যন্ত আলোচিত এবং মেধাবী একজন অভিনেত্রী। পর্দায় তার অভিনয় ও সৌন্দর্যের অনেক প্রশংসা হয়। তার সঙ্গে কাজ করা হয়নি আমার। এবার সেটা হচ্ছে। আশা করছি জমজমাট রসায়ন দর্শককে উপহার দিতে পারব আমরা