সোমবার ৪ আগস্ট, ২০২৫

প্রতি সপ্তাহে বেরোবি শিক্ষার্থীরা পাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা

প্রতি সপ্তাহে বেরোবি শিক্ষার্থীরা পাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা
প্রতি সপ্তাহে বেরোবি শিক্ষার্থীরা পাবেন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা/ছবি: প্রতিনিধি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের বুধবার পেতে চলেছেন বিশেষজ্ঞের চিকিৎসকের চিকিৎসা সেবা।

আজ রোববার (০৩ আগস্ট) বেরোবি কর্তৃক প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী বুধবার ০৬ আগস্ট থেকে শুরু করে প্রতি সপ্তাহের বুধবার বিকেল ০৩:০০ টা থেকে ০৫:০০ টায় মেডিকেল কার্ডধারী বেরোবি শিক্ষার্থীরা বেরোবি মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পেতে চলেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় খণ্ডকালীন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে ডা. খন্দকার আনজুমানারা বেগম (শীলা), সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মনোরোগ বিভাগ, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করবেন।

চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য শিক্ষার্থীদের বুধবার পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কার্ড এর রেফারেলসহ সিরিয়াল গ্রহণ করতে হবে।

এছাড়াও দ্রুত সময়ের মধ্যে মেডিসিন, চর্ম রোগ,গাইনি খণ্ডকালীন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদানে যুক্ত হবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন