নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

প্যারিস অলিম্পিকে বাংলাদেশিদের মিশন শুরু কবে ও কোথায়?

ছবি: সংগৃহীত

এবারের প্যারিস অলিম্পিকে ৪টি ডিসিপ্লিনে থাকছে বাংলাদেশের ৫ জন ক্রীড়াবিদ। তাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এর আগের বাংলাদেশের অলিম্পিকের অতীত ইতিহাস খুব একটা ভালো না হলেও গেল কয়েক আসরে ভালো করার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশীরা।

বাংলাদেশিদের মিশন শুরু কবে ও কোথায়?

আর্চারি:

২৫ জুলাই : সাগর ইসলাম, রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ড দিয়ে শুরু করবেন।

সকাল ৯ :৩০-৪ :৪৫ মিনিট।

ভেন্যু: ইনভেলিদেস।

শুটিং:

২৮ জুলাই : রবিউল ইসলাম ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন।

সকাল ৯ :১৫ -১২:৩০ ।

ভেনু : ছাতেইরক্স শুটিং সেন্টার

সাঁতার:

৩০ জুলাই : সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ফ্রি স্টাইল বাছাই।

সকাল ১১- ১ টা

ভেনু: প্যারিস লা ডিফেন্সে এরিনা

সোনিয়া খাতুন (৩ আগস্ট) : ৫০ মিটার ফ্রি স্টাইল বাছাই।

সকাল ১১- ১ টা

ভেন্যু: প্যারিস লা ডিফেন্সে এরিনা

অ্যাথলেটিক:

৪ আগস্ট : ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্ট বাছাই

বিকাল ৬:৩০-১০:৩০

ভেন্যু: এস্তাদো দা ফ্রান্স

উল্লেখ্য, খেলার সূচি যে কোনও সময় পরিবর্তন হতে পারে। প্যারিস অলিম্পিক-২০২৪ বৃহস্পতিবার আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক শুরু হতে যাচ্ছে । সাগর ইসলাম রিকার্ভ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে খেলবেন।