
সারা দেশে শিশু-কিশোরদের জন্য আয়োজিত টাইফয়েড টিকাদান কর্মসূচির সময়ে পরিবর্তন আনা হয়েছে। স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে পিছিয়ে যাওয়া এই কর্মসূচি এখন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে।
শনিবার (১৬ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ব্যবস্থাপক আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বাস্থ্য সহকারীদের আন্দোলনের কারণে প্রস্তুতি নিতে দেরি হলেও এখন তা আবার গতি পেয়েছে। যেহেতু আন্দোলন স্থগিত হয়েছে, তাই দ্রুত নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে সবাইকে চিঠি দিয়ে নতুন তারিখ জানানো হবে।
কাদের জন্য এই টিকা?
এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকাদান কর্মসূচি মোট ১৮ কর্মদিবস ধরে চলবে। প্রথম ১০ দিন টিকা দেওয়া হবে বিদ্যালয়ভিত্তিক ক্যাম্পগুলোতে, এবং পরবর্তী ৮ দিন এই কার্যক্রম চলবে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে।
শাহাবুদ্দিন খান জানান, এই টিকাটি শুধুমাত্র এক ডোজের ইনজেকশন, যা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষা দেবে। এই টিকাগুলো গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স সরবরাহ করেছে এবং এটি ভারতে তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ পরীক্ষিত এবং নিরাপদ।
কীভাবে নিবন্ধন করবেন?
১. প্রথমে, https://vaxepi.gov.bd/registration/tcv এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. এখানে আপনার সন্তানের জন্ম তারিখ এবং ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর (ইংরেজিতে) দিন।
৩. লিঙ্গ নির্বাচন এবং ক্যাপচা পূরণের পর পরবর্তী ধাপে যান।
৪. দ্বিতীয় ধাপে, মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল এবং বর্তমান ঠিকানা দিয়ে তথ্য জমা দিন।
৫. মোবাইলে আসা ওটিপি কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন নিশ্চিত করুন।
টিকাদান কেন্দ্র নির্বাচন:
রেজিস্ট্রেশনের সময় আপনার সন্তানের জন্য টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে। আপনি যদি স্কুলভিত্তিক টিকা নিতে চান, তাহলে ‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক’ অপশনটি বেছে নিয়ে স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি ইত্যাদি পূরণ করে নির্ধারিত কেন্দ্রটি নির্বাচন করতে পারেন। আর যদি স্কুলবহির্ভূত হন, তাহলে ‘বহির্ভূত’ অপশনটি বেছে নিয়ে আপনার নিকটস্থ কেন্দ্রটি নির্বাচন করতে পারবেন।
ভ্যাকসিন কার্ড ও সার্টিফিকেট:
নিবন্ধন সম্পন্ন হওয়ার পর অনলাইন থেকে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। টিকা নেওয়ার জন্য অবশ্যই এই কার্ডটি সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে যেতে হবে। টিকা নেওয়ার পর অনলাইনে একটি সার্টিফিকেট পাওয়া যাবে, যা ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।
টাইফয়েড কী এবং এর ঝুঁকি কেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, টাইফয়েড হলো স্যালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। এর প্রধান লক্ষণগুলো হলো একটানা জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধা কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। সময় মতো চিকিৎসা না করা হলে এটি গুরুতর রূপ নিতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। দুর্বল স্যানিটেশন ব্যবস্থা এবং নিরাপদ পানির অভাবের কারণে টাইফয়েড বেশি ছড়ায়। বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং এদের মধ্যে প্রায় ১ লক্ষ ১০ হাজার মানুষের মৃত্যু হয়।