জানুয়ারি ১১, ২০২৫

শনিবার ১১ জানুয়ারি, ২০২৫

পুড়ছে হলিউড, অন্যদিকে মন কাঁদছে জায়েদ খানের

Hollywood is burning, on the other hand Zayed Khan's heart is crying
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দাবানলের ভয়াবহ আগুনের ঘটনা নিয়ে বেশ সরব তিনি। হলিউডে দাবানলের ভয়াবহ আগুনের আঁচ লাগায় মন কাঁদছে জায়েদ খানের।

শুক্রবার সামাজিক মাধ্যম ফেইসবুকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানলের কিছু ভয়াবহ দৃশ্যের ছবি পোস্ট করেন।

তিনি পোস্টের মাধ্যমে লস অ্যাঞ্চেলসের এই বিপর্যয়ের জন্য দোয়া-প্রার্থনার আহ্বান করেন।

পোস্টের ক্যাপশনে লেখেন, প্রে ফর ক্যালিফোর্নিয়া-ইউএসএ।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে জায়েদ বলেন, অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেখানে হলিউডের অনেক আর্টিস্টদের বাড়ি রয়েছে। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। আমার ভেতরটা সত্যিই কাঁদছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এ ছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।