নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

পিআইবির সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Exchange meeting of Cumilla University Journalists Association held with PIB
ছবি: কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রভাষক লাজিনা আক্তার জ্যাসলিন, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আবদুল্লাহ, কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন , কালবেলার মফস্বল সম্পাদক নাজমুস সাকিবসহ ১২ জন সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ ইউসুফ আকাশ।

সভায় বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, বস্তুনিষ্ঠতা ও ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব এবং সময়ের সাথে তালমিলিয়ে এগিয়ে চলাসহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এছাড়াও ক্যাম্পাস সাংবাদিতার চ্যালেঞ্জ মোকাবেলা ও অধ্যয়নের প্রতি বিশেষ গুরুত্বরোপ করেন বক্তারা। পরে উভয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, এ সময় কলামিস্ট ও ইসলামি ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন, নূরে আলম, মোহাম্মদ লুকমান হোসেন, মোহাম্মদ পারভেজসহ কুবি সাংবাদিক সমিতির ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।