নভেম্বর ১৭, ২০২৪

রবিবার ১৭ নভেম্বর, ২০২৪

পদ্মাসেতুতে ১২৫২ কোটি টাকার টোল আদায়: সেতুমন্ত্রী

Padma Bridge Toll Plaza
পদ্মা সেতু টোল প্লাজা। ফাইল ছবি

এখন পর্যন্ত ১২৫২ কোটি টাকার টোল আদায় করা হয়েছে পদ্মাসেতুতে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মাসেতুর উদ্বোধন করেন। পরের দিন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিকে বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলে আশাপ্রকাশ করেন ওবায়দুল কাদের।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের ভোগান্তি নেই।