রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আসছে ৭ম সরকারি বিনিয়োগ সুকুক

রাইজিং কুমিল্লা অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিনটি জেলা—নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর—এর গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে শিগগিরই ইস্যু করতে যাচ্ছে সপ্তম ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক’।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপিএনএফএল)’-এর বিপরীতে শরীয়াহসম্মত ইজারাহ পদ্ধতিতে মোট ২,৫০০ কোটি টাকার এই সুকুকটি ইস্যু করা হবে। এর মেয়াদকাল হবে ৭ বছর।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের তত্ত্বাবধানে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্তটি নেওয়া হয়। কমিটির সভাপতি ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে, আলোচ্য সুকুকটি ডিসেম্বর ২০২৫-এ ইস্যু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট তিনটি জেলার ২০টি উপজেলার গ্রামীণ জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এর মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

এই সুকুক ইস্যুর লক্ষ্য হলো কেবল অবকাঠামো উন্নয়ন নয়, বরং বৃহত্তর সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন আনা। বাংলাদেশ ব্যাংক আশাবাদী যে, এর মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইনোকোমিক ডেভেলডপম্যান্ট সুকুক’।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে।

আরও পড়ুন