
নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে আমার কর্মচারিরা দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা। দোকানে ভিতরে ঢুকে দেখে ড্রয়ার ভাঙ্গা। আমার নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ ৭-৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। দোকানে থাকা সিসি ক্যামেরা চোর এলোমেলো করে দিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় একটি ফুটেজে দেখা যায় একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।