
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মচারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও শারীরিক হামলার অভিযোগ এনে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন করেছেন আইসিটি সেলের কম্পিউটার টাইপিস্ট মোঃ বাহারুল ইসলাম। ২০ নভেম্বর দাখিল করা অভিযোগপত্রটি আইসিটি সেলের পরিচালকের মাধ্যমে প্রেরণ করা হয়।
অভিযোগপত্রে মোঃ বাহারুল ইসলাম উল্লেখ করেন, নোবিপ্রবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ( বিএমবি) বিভাগে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট মোঃ হারুন দীর্ঘদিন ধরে তার স্ত্রীর প্রতি অশালীন দৃষ্টি, কুরুচিপূর্ণ আচরণ ও কুপ্রস্তাব করে আসছিলেন। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত হারুন তার (বাহারুল) ও সহকর্মী মোঃ তৌফিক হোসেনের ওপর শারীরিক হামলা চালান এবং মানসিকভাবে হুমকি দেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অতীতে পাশাপাশি বাসায় বসবাসের সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত তাদের বিভিন্নভাবে হয়রানি করেন এবং স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের বাসা ছেড়ে দিতে বাধ্য করেন। গত ১৬ নভেম্বর সন্ধ্যায় মালামাল আনতে গেলে হারুন ও তার স্ত্রী তাদের ওপর পুনরায় শারীরিকভাবে চড়াও হন। এতে অভিযোগকারী ও তার সহকর্মী গুরুতরভাবে আহত হন এবং বর্তমানে তারা কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
সহকর্মীর স্ত্রীকে যৌন হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মোঃ হারুণ এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায় নি।
এ বিষয়ে নোবিপ্রবির রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোসাইন বলেন “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে অবগত। এটি প্রক্রিয়াধীন রয়েছে।”








