সোমবার ২৭ অক্টোবর, ২০২৫

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

রাইজিং ডেস্ক

Distribution of leaflets led by Ishraque Hossain
রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে নির্বাচন বর্জনের দাবিতে ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সূত্রাপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজ,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাম সাহা,সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সহ-সভাপতি আমির হোসেন,সাবেক প্রচার সম্পাদক নুরু মাদবর, সাবেক সমাজকল্যান সম্পাদক মুখলেস, ৪৩ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ, ৪৪ নম্বর ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, কাউসার হোসেন, ফাহিম হোসেন, যুবদল নেতা রুবেল আহমেদ, অ্যাডভোকেট নাসরিন বেগম প্রমুখ।

আরও পড়ুন