
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্ৰামে আগুন লেগে একটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ) সন্ধ্যায় নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউত্তা গ্ৰামের রহমত আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় রহমত আলী সহ পরিবারের সকলে মাঠে ধান নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ করেই খবর আশে বাড়িতে আগুন লেগেছে, ততক্ষণে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে, পরে গ্রামবাসীদের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী উসমান গনি বলেন, রহমত আলীর পাশের বাড়ি আমাদের, হঠাৎ করেই আগুন দেখতে পাই, পরে আমরা সকলে মিলে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। ফায়ার সার্ভিস এর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমরার গ্রামে গাড়ি আসে না, রাস্তা নেই, যোগাযোগের কোনো মাধ্যম ও নেই, তাই আর কেউ ফায়ার সার্ভিস কে কল দেয়নি।
ক্ষয়ক্ষতির বিষয় জানতে চাইলে ঘরের মালিক রহমত আলী বলেন, ঘরের ভিতরে ফ্রিজ টিভি সহ ঘরের সকল কাপড়চোপড় আসবাবপত্র পুড়ে গেছে। তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা ফায়ার ফাইটার মনিরুজ্জামান দিপু বলেন, আমাদের কে কেউ এই আগুনের বিষয়ে জানায়নি, খবর পেলে অবশ্যই আমরা ঘটনাস্থলে যেতাম।








