
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি ” প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় একটি শোভাযাত্রা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসির নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ সামিউল বাছির, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, নাসিরনগর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসমত আলী, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক মনিরুল ইসলাম চৌঃ কামাল, সফল খামারি জুনেরা খাতুন সহ আরো অনেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।








