জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

নারীর অধিকার ও ক্ষমতায়নের অনুপ্রেরণা সানিয়া মির্জা

নারীর অধিকার ও ক্ষমতায়নের অনুপ্রেরণা সানিয়া মির্জা
নারীর অধিকার ও ক্ষমতায়নের অনুপ্রেরণা সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত

ফেমিনা ‘ইন্সপিরেশন অব অ্যা জেনারেশন’ পুরস্কার পেয়েছেন ভারতের সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। নারী অধিকারে সচেতনতা নিয়ে কাজ করায় এই পুরস্কার পান তিনি।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কিছু ছবি পোস্ট করেন সানিয়া। যেখানে তাকে ঝলমলে নীল একটি শাড়িতে পুরস্কার হাতে দেখা যায়।

ক্যাপশনে ৩৬ বছর বয়সী এই তারকা লিখেন, ধন্যবাদ ফেমিনা ইন্ডিয়া ‘ইন্সপিরেশন অব অ্যা জেনারেশ‘ পুরস্কার দেওয়ার জন্য।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ককে বিয়ে করলেও সানিয়া ভারতের হয়েই টেনিস খেলে গিয়েছেন।

এদিকে বিয়ের ১৪ বছর পার করলেন সানিয়া মির্জা-শোয়েব মালিক দম্পত্তি। তবে মাস ছয়েক ধরেই বিচ্ছেদের গুঞ্জনের কারণে বেশ আলোচনায় এই জুটি। এই দম্পত্তির একমাত্র সন্তান ইজহান মালিক মির্জা। এই ছেলের কারণেই হয়তো সম্পর্কটা এখনও টিকে রয়েছে।