বুধবার ৮ অক্টোবর, ২০২৫

নাম বিতর্কের পর এবার রণবীর-দীপিকার হিজাব-দাড়ি লুকে বিতর্ক

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Deepika Padukone In Hijab And Ranveer Singh Sporting A Beard
দুবাইয়ের অন্যতম আইকনিক স্থান শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে রণবীর সিং এবং দীপিকা পাডুকোন/ছবি: সংগৃহীত

সম্প্রতি মেয়ের নাম ‘দুয়া’ রেখে আলোচনার জন্ম দিয়েছিলেন বলিউড তারকা জুটি রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। মুসলিম ঘরানার এই নামের কারণে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন এই দম্পতির ওপর। এবার তারা সম্পূর্ণ ভিন্ন লুকে ধরা দিলেন, যা নিয়ে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার হিজাব পরিহিত দীপিকা এবং লম্বা দাড়ি রাখা রণবীরের ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হয়েছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে দীপিকা হিজাব পরে আছেন এবং রণবীরের মুখে লম্বা দাড়ি। এই সাজে তারা দুজনে দর্শককে আবুধাবি শহর ঘুরিয়ে দেখাচ্ছেন। ভিডিওতে তাদের দুবাইয়ের অন্যতম আইকনিক স্থান শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনেও দেখা যায়।

জানা গেছে, এটি মূলত আবুধাবির পর্যটন বিভাগের জন্য তৈরি একটি বিজ্ঞাপন। মেয়ে দুয়ার জন্ম হওয়ার পর এটিই তাদের একসঙ্গে করা প্রথম কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাতেই পোশাকের ক্ষেত্রে দীপিকা হিজাব বেছে নেন।

তবে রণবীর-দীপিকার এই সাজকে একেবারেই স্বাভাবিকভাবে নেননি নেটাগরিকদের একাংশ। বিজ্ঞাপনের দৃশ্য সামনে আসার পরই শুরু হয় তীব্র সমালোচনা। তাদের অনেকের মন্তব্য, ‘হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।’ কেউ বা আবার দীপিকাকে ‘দুমুখো’ বলেও কটাক্ষ করতে পিছপা হননি।

অন্যদিকে, দীপিকার ভক্তরাও পাল্টা জবাব দিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, ‘বিদেশিরা যখন আমাদের মন্দিরে আসে, তখন আমরা চাই তারা সভ্যভদ্র পোশাক পরে আসুক। তা হলে এক্ষেত্রে দীপিকা আবু ধাবির সংস্কৃতি মেনে চলায় ওকে এত কটাক্ষ করা হচ্ছে কেন?’

প্রসঙ্গত, এই বিতর্কের মধ্যেই খবর, রণবীর সিং এবং দীপিকা পাডুকোনের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দু’বছর ধরে রণবীরের হাতে তেমন কোনো নতুন ছবি নেই, পাশাপাশি একের পর এক ছবি থেকেও বাদ পড়ছেন দীপিকা!

আরও পড়ুন