মার্চ ১৪, ২০২৫

শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

নানা আয়োজনে কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব কিডনি দিবস পালিত

World Kidney Day celebrated at Comilla Medical College with various events
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নেফ্রোলজি বিভাগের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা. বাবলু কুমার পালসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ডা. বাবলু কুমার পাল কিডনি রোগের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, “কিডনি যখন তার স্বাভাবিক কার্যক্ষমতা হারাতে শুরু করে, তখনই কিডনি রোগ দেখা দেয়। আমাদের শরীরের বর্জ্য ও অতিরিক্ত জল ফিল্টার করতে কিডনি ব্যর্থ হলে, তা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এমনকি ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসারও প্রয়োজন হতে পারে।”