এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

নয়াপল্টনে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ, আছেন মির্জা ফখরুলও

BNP freedom fighter rally in Nayapaltan, Mirza Fakhrul is also there
ছবি: ভিডিও ফুটেজ থেকে

আবারও দীর্ঘদিন পর রাজপথে বিএনপির সমাবেশ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ শুরু হয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধের আগতণে সরগরম রাজধানীর নয়া পল্টন।

সোমবার (২৫ মার্চ) সকাল সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়। পবিত্র রজমাস হওয়ার কারনে সমাবেশ চলবে বেলা ১২টা পর্যন্ত।

সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।