নভেম্বর ২৫, ২০২৪

সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় জানাল কুবির নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ

Cumilla University Chhatra Kalyan Parishad welcomed the freshers and said goodbye to the seniors
নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় জানাল কুবির নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ। ছবি : কুবি প্রতিনিধি

নবীনদের বরণ ও প্রবীণদের বিদায় দিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ। এ সময় তিনটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের ১১তম আবর্তনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। সবশেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার ( ১১ ডিসেম্বর ) বিকাল সাড়ে চারটায় বিজ্ঞান অনুষদের হল রুমে এটি অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ হান্নান রহিমের সভাপতিত্বে এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর সালাম অর্ণব।

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান রাজু , আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আবু বকর সিদ্দিক( সোহেল), একই বিভাগের সহকারী অধ্যাপক মো: আবু বকর ছিদ্দিক (মাসুম) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাবেক এবং বর্তমান সদস্যসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল ১৮-৩০ বছরের সময়টা। আপনার এই সময়টাকে আপনি কীভাবে কাজে লাগাবেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ জীবন আসলে কেমন হবে। আপনার বিনিয়োগ যত ভালো হবে এটার ফলাফল তত ভালো আসবে এটাই বাস্তব। যদি এটা না হয় তাহলে তা ব্যতিক্রম। আর ব্যতিক্রমকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না।’

সংগঠনের সভাপতি মোহাম্মদ হান্নান রহিম নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছ। এই সময়টাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের ভবিষ্যতকে সুন্দর করে গড়ে তুলতে পারো। তিনি আরও বলেন, এই সংগঠন শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, উৎসাহ-উদ্দীপনা এবং ঐক্যবদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।